Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

২০০০ সালের ২৪ ফেব্রুয়ারির তথ্য মতে আয়তন ও জনসংখ্যার দিক থেকে মুজিবনগর উপজেলা মেহেরপুর জেলায় অবস্থিত সবচেয়ে ছোট উপজেলা। এর নামকরণের সঠিক ইতিহাস জানা নেই।  তবে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময়প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়াটার্স স্থাপিত হয় এবং ১৭এপ্রিল এস্থলেই অস্থায়ী সরকারের মন্ত্রি পরিষদ শপথ গ্রহণ করে।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।  ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামের সাথে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। ঐতিহাসিক মুজিবনগর সরকারে সূতিকাগার, বাংলাদেশের স্বাধীনতার অস্ত এবং উদয়ভূমি, ভৈরব বিধৌত, ব্লাক বেঙ্গল গোট, গাড়ল ভেড়া, গরু, ছাগল, হাঁস-মুরগি, রাজহাঁস, টার্কি, কবুতরে ভরপুর নাম তার মোহময় মুজিবনগর। এ সমস্ত প্রাণীর সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি সম্প্রসারণ খামারীদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা  পর্যায়ে  প্রাণিসম্পদ দপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।